ডায়রিয়ার প্রকোপ বাড়ছে গ্ৰামে , আক্রান্ত ৪০ জন : সতর্কতা জারি গোটা গ্ৰামে

3rd April 2021 3:08 pm বাঁকুড়া
ডায়রিয়ার প্রকোপ বাড়ছে গ্ৰামে , আক্রান্ত ৪০ জন : সতর্কতা জারি গোটা গ্ৰামে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  ডায়রিয়ায় আক্রান্ত প্রায় পুরো গ্রাম। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার জয়পুরের ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের আশুরালী গ্রামের হাজরা পড়ায়। খবর পেয়ে  চিকিৎসদের একটি প্রতিনিধি দল গ্রামে পৌঁছেছেন।

   গ্রামবাসীদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী গত কয়েক দিনে শিশু, বৃদ্ধ সহ প্রায় ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে বেশ কয়েক জন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে একজনের ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে গ্রামবাসীদের সূত্রে দাবি করা হয়েছে। যদিও প্রশাসনিক স্তরে গ্রামবাসীদের এই দাবিকে স্বীকার করা হয়নি।

  গ্রামবাসী বিজয় লাড়ু, জয়শ্রী লাড়ুরা বলেন, সব বয়সী মানুষেরাই একের পর এক ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। গ্রামে পরিশ্রুত পানীয় জলের অভাব রয়েছে। ফলে গ্রামের পুকুরের জল তারা নানান কাজে ব্যবহার করেন। আর ঐ পুকুরে গ্রামের নিকাশী নালার জল ঢোকে। আর ঐ পুকুরের জল থেকেই সংক্রমণের সম্ভাবনা থাকছে বলে তারা জানান।

 জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক (২) ডাঃ অর্কপ্রভ গোস্বামী ঘটনার কথা স্বীকার করে বলেন, ঐ গ্রামে মেডিক্যাল টীম পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এই মুহূর্তে জয়পুর হাসপাতালে ঐ গ্রামের কোন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি নেই। আশাকর্মীরা বিষয়টির উপর নজর রেখেছেন। প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন বলেও তিনি জানান ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।